আবারো চাকরী বাতিলের পথে, তৈরি তালিকা, এবার গ্রুপ সি ও নবম-দশম,একাদশ-দ্বাদশ এর ভুয়ো শিক্ষক 




গ্রুপ ডি (Group D) তে ১৯১১জনের চাকরী বাতিলের পর এবার গ্রুপ সি (Group C) এবং একাদশ-দ্বাদশের শিক্ষকদের OMR বিকৃত করার দায়ে মোট ২২৫০ জনের চাকরি বাতিলের পথে।


গ্রুপ সি তে ৭৫০, একাদশ-দ্বাদশ শিক্ষক ৭০০ এবং নবম ও দশমের শিক্ষক ৮০০ সহ মোট ২২৫০ জনের তালিকা ইতিমধ্যে প্রস্তুত বলে জানা যাচ্ছে।


প্রসঙ্গত গ্রুপ-ডি (Group D) পদে ১৯১১ জনের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতো ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। এবার OMR বিকৃত করার দায়ে আরো ২২৫০ জনের নামের তালিকা ইতিমধ্যে তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন, এমটাই জানা যাচ্ছে।


সূত্রের খবর আগামী ১৫ তারিখ সম্ভবত প্রকাশিত হতে পারে এই তালিকা। আর তার ফলে ২২৫০ জন আবার চাকরি হারাতে পারে বলেই আশঙ্কা কর হচ্ছে। আগামী ১৫ই ফেব্রুয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।


প্রসঙ্গত একাদশ-দ্বাদশে মোট ৫,৫০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৭০০ জনের মত প্রার্থীর OMR বিকৃতি ঘটিয়ে চাকরি দেওয়া হয়েছে। গ্রুপ সি (Group C)-তে ২০৩৭ জনের চাকরি হয়। এর মধ্যে ৭৪৪ জনের OMR বিকৃতি ঘটিয়ে চাকরি দেওয়া হয়। অর্থাৎ মোট ২২৫০ জনের চাকরি খুব শীঘ্রই যেতে চলেছে বলেই অভিজ্ঞ মহলের ধারনা।