মেলাতে দুর্ঘটনা, এক মহিলা ও দুই শিশু সহ মোট নয়জন গুরুতর আহত 

মুক্তাইচন্ডী মেলা




রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা হচ্ছে মুক্তাইচন্ডী মেলা। আর সেই মেলায় রবিবার রাতের দিকে মতকি কুয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয় মোট নয়জন।

পুলিশ ও কমিটির উদ্যোগে আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এবং তিনজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।

ঘটনা প্রসঙ্গে জানা যায় মেলা প্রাঙ্গণে রবিবার প্রচুর ভিড় জমে। মেলায় মতকি কুয়ার শো চলাকালীন হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুত গতিতে থাকা মোটর সাইকেল চালক। উপর থেকে মোটর সাইকেল ছেড়ে মতকি কুয়ার মধ্যে পড়ে যায় চালক এবং দ্রুতগতিতে থাকা মোটর সাইকেলটি আছড়ে পড়ে দর্শকদের মাঝে এর ফলে আহত হয় এক মহিলা ও দুই শিশু সহ মোট নয়জন।

এই ঘটনার পর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মেলা ছেড়ে পালাতে থাকে মানুষ জন। তবে পুলিশ ও মেলার উদ্যোক্তরা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এখন বড় নাগর দোলনা ও মতকি কুয়া শো বন্ধ করা হয়। তবে মেলা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।