Budget 2023: রেশন নিয়ে বড় ঘোষনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের
আজ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই বাজেটে রেশন নিয়ে বড় ঘোষনা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর ঘোষনা, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা ( PMGKY ) এক বছরের জন্য বাড়ানো হচ্ছে। অর্থাৎ আগামী ১ বছরের জন্য মানুষ বিনামূল্যে রেশন নিতে পারবে।
এদিন অর্থমন্ত্রী বলেন, করোনায় কোনও ভারতীয় অভুক্ত থাকেননি। বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে কেন্দ্র। ২০১৪ সাল থেকে নাগরিকদের উন্নত জীবনযাত্রার অধিকার নিশ্চিত করেছি আমরা। নাগরিকদের আয় দ্বিগুণ করায় জোর দিয়েছি।এই ন'বছরে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে ভারত। উন্নয়নের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে ভারত।
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) করোনা কালে চালু করে কেন্দ্র। করোনা অতিমারী পরিস্থিতিতে মানুষকে বিনামূল্যে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয় প্রতি মাসে। সেপ্টেম্বর ,২২-এ এই প্রকল্প বন্ধ করার কথা থাকলেও পরে তার চালিয়ে যায় কেন্দ্র। এবার বাজেটে এই প্রকল্পে আরো একবছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
খুবই সুন্দর
ReplyDeleteBha aro ak free te reson pabo.
ReplyDeleteGood information
ReplyDeleteImportant news
ReplyDeleteKhub vlo
ReplyDeleteVlo khbar
ReplyDeleteKhub valo
ReplyDeleteDarun toh
ReplyDeleteKhub vlo
ReplyDeleteKhub vlo
ReplyDelete