Budget 2023: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্কিমের ঘোষনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 

Budget 2023


২০২৩-২০২৪ সালের বাজেট ঘোষণা নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman)। এই বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষনা দিলেন দেশের অর্থমন্ত্রী। মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু করার ঘোষনা দিলেন তিনি।অর্থমন্ত্রী জানান, এই স্কিমে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫ শতাংশ। যার নাম নাম ‘মহিলা সম্মানপত্র’।এই প্রকল্পের ফলে আয় কম এমন মহিলাদের ক্যাপিটাল বৃদ্ধি পাবে। পাশাপাশি মহিলাদের উন্নয়নেও এই প্রকল্প সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে বাজেট অনুমোদনের পর সংসদে যান অর্থমন্ত্রী। এর পর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য বৈঠক হয়। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করছেনন নির্মলা সীতারমণ।