Latest News

6/recent/ticker-posts

Ad Code

Budget 2023, Income Tax: বাড়ানো হল আয়করের ঊর্ধ্বসীমা, কেমন হল কর কাঠামো?

Budget 2023-Income Tax Slabs: বাড়ানো হল আয়করের ঊর্ধ্বসীমা, কেমন হল কর কাঠামো?


FM


বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর বাজেট নিয়ে সবার নজর ছিল। ভোটমুখী বাজেট কতটা জনমোহিনী সেদিকেই নজর ছিল সবার। তবে বাজেট কতটা মানুষের কাজে লাগে তাই সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে যাবে। কর কাঠামোয় কিছুটা সুযোগ মে মধ্যবিত্তরা পাবে তা আন্দাজ করা গিয়েছিল আগেই। আর হল তাই। বাড়ানো হল আয়করের ঊর্ধ্বসীমা। ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হল আয়কর। অর্থাৎ, ৭ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের কোনও আয়কর দিতে হবে না।


কর কাঠামো: 

নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লক্ষ আয়ে দিতে হবে না কর

৩ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ আয়কর।

৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ।

৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ আয়কর।

১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ আয়কর।

১৫ লক্ষর বেশি আয়ে ৩০ শতাংশ পর্যন্ত আয়কর।




এই ঘোষণায় উচ্ছ্বসিত মধ্যবিত্তরা। তবে এই ছাড় আরো আগে দিতে হতো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code