Union Budget 2023: আগামী তিন বছরে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষনা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
বড় সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ ২০২৩-২৪ বর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেটে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষনা দিলেন তিনি। আগামী তিন বছরে ৭৪০টি আবাসিক মডেল স্কুল তৈরি করা হবে৷ এই স্কুলগুলির জন্য তিন বছরে ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মূলত আদিবাসী পড়ুয়াদের জন্যই এই স্কুলগুলি কেন্দ্র গড়বে এমনটাই জানালেন অর্থমন্ত্রী।
আদিবাসী পড়ুয়াদের শিক্ষার প্রসারে দেশজুড়ে ৭৪০টি একলব্য মডেল স্কুল তৈরি করা হবে৷ এই স্কুলগুলিতে পড়ানোর জন্যই আগামী তিন বছরের মধ্যে ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করবে কেন্দ্র৷ স্কুল তৈরির পাশাপাশি ডিজিট্যাল লাইব্রেরিও তৈরি করবে কেন্দ্র। যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরিও সরকারের লক্ষ্য বলে বাজেট পেশ বক্তৃতায় জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে বাজেট অনুমোদনের পর সংসদে যান অর্থমন্ত্রী। এর পর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য বৈঠক হয়। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করছেনন নির্মলা সীতারমণ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊