আগামী ২০ এবং ২১ কর্মচারীদের কর্মবিরতি আটকাতে কড়া নির্দেশ নবান্নের

Nabanna on DA Protest:



ডিএ (Dearness Allowance) ইস্যুতে যখন রাজ্য সরকারি কর্মীদের সোমবার ও মঙ্গলবার কর্মবিরতি কর্মসূচি তখন রাজ্য সরকার সেই দুদিনের ছুটি বাতিলের নির্দেশ দিল। রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) ইস্যুতে কর্মবিরতির যবনিকা টানতেই নবান্নের এই নির্দেশ।




নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২০ ও ২১শে ফেব্রুয়ারি ২০২৩ সোমবার ও মঙ্গলবার সকল ছুটি বাতিল করা হল। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে এই দুদিন যারা কাজে আসবেন না তাঁদের চাকরিজীবন থেকে এইদিন বাদ যাবে মিলবে না স্যালারিও। এমনকি শোকজ করার কথাও জানানো হয়েছে।




রাজ্য বাজেটে ৩% ডিএ (Dearness Allowance) ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু ৩ শতাংশ ডিএ (Dearness Allowance)-প্রাপ্তিতে খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। আর তাই ২০, ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় ৩৮ টি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।



notification



রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষনা দিয়েছেন। যা মার্চ থেকে কার্যকর হবে। কিন্তু খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA (Dearness Allowance) পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ফলে কেন্দ্র রাজ্যের ডিএ-র পার্থক্য দাঁড়ালো ৩২ শতাংশ।


শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন - এই অগণতান্ত্রিক নির্দেশিকা শিক্ষক-কর্মচারীদের আরো বেশি ক্ষুব্ধ ও ঐক্যবদ্ধ করবে। সমস্যার সমাধান না করে, আলোচনায় না বসে এই ধরনের অগণতান্ত্রিক নির্দেশিকার তীব্র বিরোধিতা করছি।