WB Dearness Allowance News : কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কী বললেন মন্ত্রী !


WB Dearness Allowance News


কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না পাঠালে কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা  (Dearness Allowance) দেওয়া সম্ভব নয়, বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।


কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্প খাতে রাজ্যের ১ লক্ষ কোটি টাকা বকেয়া আছে। সেই টাকা না পেলে কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance) দেওয়া সম্ভব নয় বলে মন্ত্রী ফিরহাদ হাকিম এক সাংবাদিক বৈঠকে গতকাল বলেছেন।


মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন - "মুখ্যমন্ত্রী অলরেডি ৩ পার্সেন্ট ডি এ (Dearness Allowance) ঘোষণা করেছেন অ্যাডিশনাল, সেটাও অত্যন্ত কষ্টে। মুখ্যমন্ত্রী কালকেও বলেছেন আমার কাছে জাদুকাঠি নেই যে আমি সবাইকে সব দিতে পারবো । যেখানে একলক্ষ্য কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের বঞ্চনা আছে সেখানে নিশ্চিত ভাবে আমরা সব দিতে পারবো না।"


তিনি আরও বলেন- " সেন্ট্রাল হারে যদি ডিএ (Dearness Allowance) ব্যবস্থা করতে হয় তবে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আগে রিলিজ করতে হবে। আমি সব প্রকল্প চালাবো আর ডিএ-ও দেবো তা আমার কাছে কি জাদুকাঠি আছে না টাকা ছাপাবার মেশিন আছে । সেন্ট্রাল বঞ্চনা করে ইকোনোমিক ব্লকেজ করে দিয়ে আমায় টাকা দেবে না আর পলিটিকাল প্রেসার দেবে , দুটো তো একসাথে হয় না।"



প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন- “আমি এমন জাদুকর নই যে টাকা চাইলে আকাশ থেকে নামবে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও অর্থ সংগ্রহ করতে হবে, আমরা তিন শতাংশ ডিএ দিয়েছি।”