Latest News

6/recent/ticker-posts

Ad Code

Job Update: সুখবর! MTS-এ আবেদন করতে পারেননি? বাড়লো সময়সীমা মিলবে সুযোগ

Job Update: সুখবর! MTS-এ আবেদন করতে পারেননি? বাড়লো সময়সীমা মিলবে সুযোগ

SSC MTS JOB



স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস ও হাবিলদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে আগেই শুরুও হয় আবেদন গ্রহন‌। কিন্তু ওয়েবসাইটে গিয়ে অনেকেই আবেদন করতে পারেননি বলেই জানা গিয়েছে। ফলে চিন্তিত ছিল প্রার্থীরা। গত ১৭ই ফেব্রুয়ারি ছিল আবেদনের সময়সীমা। কিন্তু এবার সুখবর। যারা আবেদন এখনোও করতে পারেননি তাঁরা এবার আবেদন করার সুযোগ পাবেন।


স্টাফ সিলেকশন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আবেদন করা যাবে ২৪ই ফেব্রুয়ারি পর্যন্ত‌। আর আবেদন করার পর ফি জমা দেওয়া যাবে ২৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি কারেকশন করার সময়সীমা দেওয়া হয়েছে ২রা ও ৩রা মার্চ ২০২৩।


Mts


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code