Holiday :রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, মিলল ছুটি
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। জানুয়ারিতে একদিন অতিরিক্ত ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মীদের এমনটাই বিভিন্ন সূত্রে জানাযাচ্ছে।
এবছর ২৬ শে জানুয়ারি সরস্বতী পূজা। একি দিনে প্রতিবছর পালিত হয় প্রজাতন্ত্র দিবস। ফলে অন্যান্য বছরের মতো সরস্বতীর পুজোর ছুটি ছিল না এবছর। আর তাই রাজ্য সরকার এবার ২৭শে জানুয়ারি ছুটি ঘোষনা করলো এমন খবর পাওয়া যাচ্ছে। তবে সরকারি ভাবে এখনো কোন নির্দেশিকা সামনে আসেনি। আরও পড়ুনঃ শিক্ষকদের বহু প্রতিক্ষিত 'NOTIONAL EFFECT' এর দাবীতে হাইকোর্টে মামলা দায়ের
২৬শে জানুয়ারি বৃহস্পতিবার। এরপর ২৭ শেষ জানুয়ারি শুক্রবার ছুটি ঘোষনা করলো রাজ্য সরকার এমন খবর ছড়িয়েছে স্যোসাল মিডিয়া জুড়ে। শনিবার, রবিবার মিলে পরপর চারদিন ছুটির আমেজে থাকবে রাজ্য সরকারি কর্মীরা। আরও পড়ুনঃ Fake Teacher : এবার গ্রেফতার হল রাজ্যের ভুয়ো শিক্ষক
তবে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী ২৭ জানুয়ারি গণ ছুটি এবং মিছিল ও লাগাতার অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। যার প্রচারও চলছে জোর কদমে । মঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন- " ২৭ তারিখের কর্মসূচি কোনভাবেই প্রত্যাহার করা হবে না। আর ২৭ তারিখ ছুটি ঘোষণা সরকারিভাবে এখনো হয়নি। যদি হয় তাতেও আমাদের কর্মসূচি অটুট থাকবে। "
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊