TET Recruitment Protest: 'বেআইনি জমায়েত'! মধ্যরাতে তুলে দেওয়া হল টেট প্রার্থীদের আন্দোলন
রাত বাড়তেই আন্দোলন তুলে দিল পুলিশ। মধ্যরাতে করুণাময়ীতে আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়াচ্ছিলেন আন্দোলনকারীরা তেমনি আন্দোলন তুলতে সক্রিয়তা বাড়াচ্ছিল পুলিশ। প্রথমে আন্দোলনকে বেআইনি বলা হয় এরপরেই এক এক করে চ্যাংদোলা করে তোলা হয় আন্দোলনকারীদের। এদিন রাত যতই বাড়ছিল ততই বাড়ছিল পুলিশ ও প্রিজন ভ্যান। করা হয় মাইকিং। সময় দেওয়া হয় দুমিনিট। তাতে আন্দোলনকারীরা না সরায় কার্যত টেনে টেনে আন্দোলন তুলে দিল পুলিশ।
আন্দোলনকারীদের হাত ধরে তুলে দেওয়া শুরু করতেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। চোট পান বেশ কয়েকজন। আন্দোলনকারীদের তিনটি প্রিজন ভ্যানে তোলা হয়। অসুস্থ এক আন্দোলনকারীকে তোলা হয় অ্য়াম্বুল্যান্সে। প্রিজন ভ্য়ান থেকে এক আন্দোলনকারী বলেন, "এই সরকারকে আর একটিও ভোট নয়।"
কার নির্দেশে আন্দোলন তুলে দেওয়া হল তা জানা যায়নি। তবে আন্দোলনকে বেআইনি বলা হয়। তাই তুলে দেওয়া হয় আন্দোলন। এমনটাই জানা গেছে। ইতিমধ্যে বাম-বিজেপি-কংগ্রেস আন্দোলনের ডাক দিয়েছে। জানা গেছে, আন্দোলনকারীদের আটক করা হয়েছে। বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়। কয়েক জনকে নিউটাউন থানাতেও নিয়ে যাওয়া হয় বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊