করুনাময়ীর ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ! এবার চাকরীপ্রার্থীদের সমর্থনে পথে নামছে শিক্ষক সংগঠন !  


করুনাময়ী



করুনাময়ীর ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এবার বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে সমস্ত আন্দোলনকারীদের নিয়ে কলকাতার পথে নামতে চলেছেন রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক সহ শিক্ষানুরাগী ব্যক্তিদের একটা বড় অংশই।


গতকাল মধ্যরাতে করুণাময়ীতে আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়াচ্ছিলেন আন্দোলনকারীরা তেমনি আন্দোলন তুলতে সক্রিয়তা বাড়াচ্ছিল পুলিশ। প্রথমে আন্দোলনকে বেআইনি বলা হয় এরপরেই এক এক করে চ্যাংদোলা করে তোলা হয় আন্দোলনকারীদের। এদিন রাত যতই বাড়ছিল ততই বাড়ছিল পুলিশ ও প্রিজন ভ্যান। করা হয় মাইকিং। সময় দেওয়া হয় দুমিনিট। তাতে আন্দোলনকারীরা না সরায় কার্যত টেনে টেনে আন্দোলন তুলে দেয় পুলিশ।


সকাল হতেই এই খবর ছড়িয়ে পড়তে থাকে। ফলে সকাল থেকে স্যোসাল মিডিয়া উত্তাল। এই ভাবে শান্তিপূর্ণ আন্দোলনকে জোর পূর্বক তুলে দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশই।


আজ পুলিশি নিপীড়নের প্রতিবাদ এবং চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে ৫ই নভেম্বর কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, “কলকাতার করুণাময়ীতে প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলনের উপর পুলিশি দমনপিড়নের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে দাবী জানাচ্ছি অবৈধভাবে যত নিয়োগ হয়েছে সেগুলিকে বাতিল করে অবিলম্বে সমস্ত যোগ্যদের নিয়োগ করতে হবে। দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

একই সঙ্গে তিনি বলেন, “আগামী ৫ নভেম্বর, শনিবার, দুপুর ১২ টায় সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে সমস্ত আন্দোলনকারীদের নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে রাজ্যের সকল শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক সহ শিক্ষানুরাগী ব্যক্তিদের সেই মিছিলে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। যতদিন না এই দাবি পূরণ হয় ততদিন এই আন্দোলন আর ও তীব্রতর হবে।”