Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary Teachers : প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত

Primary Teachers : প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 

teachers students in classroom



দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি  প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। আজ ২১ অক্টোবর, ২০২২ শুক্রবার থেকেই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া।  

মোট ১১,৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। আজ বিকাল চারটা থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

২০১৪ এবং ২০১৭ সালের টেট পাস (TET PASS) প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।



প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আজ শুরু হতে চলা ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দু’টি টেট-এর উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন। এনসিটিই (NCTE) নির্দেশিত নিয়মাবলীও তাঁদের মেনে চলতে হবে।

পর্ষদ (WBBPE) সভাপতি আরও জানিয়েছেন, ‘নিয়োগ হবে মোট ৫০ নম্বরের ভিত্তিতে। মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বর, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১০ নম্বর, NCTE-এর নিয়মে ট্রেনিং-এর জন্য ১৫ নম্বর, TET পরীক্ষায় ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ৫ নম্বর, ইন্টারভিউতে ৫ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ৫ নম্বর বরাদ্দ হয়েছে। কেউ যদি মাধ্যমিকে ৭০ শতাংশ নম্বর পান তবে তিনি পাবেন ৩.৫। একই ভাবে উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেলে তিনি পাবেন ৮ নম্বর। এই ভাবে মোট নম্বর যোগ করে নিয়োগ হবে।'

Notification Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code