CTET 2022: ৩১শে October থেকে শুরু হতে চলেছে CTET-এ আবেদন গ্রহণ 

CTET 2022



কেন্দ্রীয় সরকারি বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগের প্রাথমিক পরীক্ষা CTET এর জুলাই 2022 সেশনের পরীক্ষার বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে প্রাথমিক (ক্লাস 1 থেকে 5) এবং উচ্চ প্রাথমিক (6 থেকে 8 শ্রেণী) ক্লাসের জন্য শিক্ষকদের যোগ্যতা নির্ধারণের জন্য Central Teacher Eligibility Test (CTET) পরীক্ষা আয়োজন করতে চলেছে।



আগামী ৩১ অক্টোবর ২০২২ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন নেওয়া চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। D.EL.ED এবং B.ED সবাই এই র জন্য আবেদন করতে পারবেন।


বছরে দুইবার CTET পরীক্ষার আয়োজন করে বোর্ড। নিয়ম অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক পদের জন্য পেপার 1 ও ষষ্ট থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক পদের জন্য পেপার 2 এর পরীক্ষা দিতে হবে। একবার CTET পরীক্ষায় পাশ করে গেলে আজীবন সেই স্কোর থাকবে। CTET পরীক্ষায় 60% বা তার বেশি স্কোর এবং SC, ST প্রার্থীদের 55% বা তার বেশি স্কোর করলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে।




CTET পরীক্ষায় বয়সের কোনো সীমা নেই। যোগ্যতা পূরণ করলে যতদিন ইচ্ছা এই পরীক্ষায় বসা যেতে পারে।




পেপার 1 পরীক্ষায় বসতে প্রার্থীকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি (বা সমতুল) এবং প্রাথমিক শিক্ষায় 2-বছরের ডিপ্লোমার চূড়ান্ত বর্ষে উত্তীর্ণ বা পরীক্ষার্থী হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নম্বরে 5% ছাড় পাবেন।




আবার, পেপার 2 পরীক্ষায় বসতে প্রার্থীকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ স্নাতক এবং 2-বছরের বিএড উত্তীর্ণ বা চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নম্বরে 5% ছাড় পাবেন।



শুধুমাত্র একটি পেপারের জন্য সাধারন ও ওবিসি প্রার্থীদের ১০০০ টাকা পরীক্ষার ফি বাবদ জমা করতে হবে। দুটি পেপারের জন্য সর্বমোট ১২০০ টাকা ফি দিতে হবে সাধারন ও ওবিসি প্রার্থীদের। এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে একটি পেপারের জন্য ৫০০ টাকা এবং উভয় পেপারের জন্য ৬০০ টাকা ফি দিতে হবে। 

বিজ্ঞপ্তি দেখতে নজর দিন- Click Here 
Official Website: