Breaking News: ২৬৯ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ


Kolkata


প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল। ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন রাজ্য, পর্ষদ ও মানিক ভট্টাচার্য। 

সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশও বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। 

আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'যেটা হওয়া উচিত, আইনত এবং সংবিধানসম্মত ভাবে, বিচারপতি সেটাই করেছেন। দুর্নীতি থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নির্দেশকে স্বাগত জানাই। আশা করব তদন্তকারী সংস্থা অন্যভাবে প্রভাবিত না হয়ে তদন্তে ঢিলেমি না করেন।'


প্রসঙ্গত আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন ২৬৯ জন শিক্ষক।  

২৬৯ জনের মধ্যে কোচবিহার থেকে রয়েছেন ৩২ জন, নদীয়া জেলা থেকে ১৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। উত্তর দিনাজপুরে ৪০ জন। বর্ধমানে ১৭ জন । ২৬৯ জনের মধ্যে শুধু হুগলি জেলাতেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ৬৮ জন প্রাথমিক শিক্ষক। বাঁকুড়াতে ১১ জন, আলিপুরদুয়ারে ১ জন।