Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB POLICE: বড়সড় সাফল্য - চুরি হওয়া পাঁচটি মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই

বড়সড় সাফল্য - চুরি হওয়া পাঁচটি মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই 

police and thief


রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের জামুড়িয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে পুলিশ অভিযান চালিয়ে বারাবনি দিক থেকে আসা দুই জন যুবককে সন্দেহজনক ভাবে ঘোরা-ফেরা করতে দেখে। তাদের জিজ্ঞাসা করার জন্য দাঁড় করাতে গেলে ওই দুই যুবক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। 

পুলিশ ওই গাড়ির পিছু ধাওয়া করে দুই যুবককে আটকালে উঠে আসে গাড়ি চুরির ঘটনা। জানা  যায় ধৃত দুইজন যুবক রাহুল রুইদাস(১৯)বারাবনি থানার ভানড়া খাস কুটি এলাকার বাসিন্দা,অপরজন দানিস আহমেদ(১৮)জামুরিয়া থানার ধোয়াডাঙ্গার বাসিন্দা।

তারা কাল বারবনি অভিমুখ থেকে একটি মোটর সাইকেল চুরি করে জামুরিয়া রাস্তা ধরে ফিরছিলো।জানা গেছে ধৃত দুই যুবক রানীগঞ্জ জামুরিয়া বারাবনি এলাকা থেকে পাঁচটি বাইক চুরি করেছে।

বৃহস্পতিবার রাত্রে জামুডিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল মন্ডলের নেতৃত্বে টিম গঠন করে ধৃত দুই যুবককে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি করে উদ্ধার করা হয় চুরি হওয়া পাঁচটি মোটর সাইকেল উদ্ধার। শুক্রবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code