Primary: নষ্ট করা হয়েছে সব OMR, হাইকোর্টের নির্দেশে বিপাকে প্রাথমিক পর্ষদ


High Court, Primary Education
Calcutta High Court




কলকাতা উচ্চ আদালতে প্রাথমিকের OMR শিটের একটি মামলায় সব OMR শিট নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব‍্যে খুশি নন বিচারপতি। 



বিচারপতির কথায় RTI অনুসারে কুড়ি বছর সব তথ‍্য রাখা উচিত। বিচারপতি বলেন, RTI নিয়ম অনুযায়ী ২০ বছর তথ্য রাখতে হবে। কবে, কিভাবে, কার সামনে, কতসংখক চাকরি প্রার্থীর ওএমআর নষ্ট করা হয়েছিল তা পর্ষদ কে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।



২০১৪-র কিছু টেট প্রার্থী OMR শিট চাইলে পর্ষদ তা না দিয়ে ডিজিটালি তথ্য দেয়। এরপরেই তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। শুনানিতে পর্ষদ জানায় ওএমআর এর হার্ড কপি নষ্ট করে দেওয়া হয়েছে।


নিয়ম বহির্ভূত কাজ কেন করল পর্ষদ? হলফনামা দিয়ে সেই প্রশ্নের উত্তর জানতে চান বিচারপতি। কবে, কিভাবে, কার সামনে, কতসংখক চাকরি প্রার্থীর ওএমআর নষ্ট করা হয়েছিল তা পর্ষদ কে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতির এই নির্দেশে বিপাকে পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ।