Breaking News: চাকরীপ্রার্থীদের জন্য সুখবর! SSC নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
স্কুল সার্ভিস কমিশনের ডেটারুম হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলার জের সিবিআইয়ের হাতে থাকা স্কুল সার্ভিস কমাশনের ডেটা রুম হস্তান্তের করার জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিজেই আর্জি জানিয়েছিলেন। আজ সেই আর্জি মঞ্জুর করে ডেটারুম হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
ডেটারুম হস্তান্তরের পাশাপাশি ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, "আজ থেকেই স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে থাকবে ডেটা রুম। সব নিয়ম মেনে এসএসসি-র চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবে সিবিআই।''
প্রায় তিন মাস পর ডেটা রুম হাতে পাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ডেটারুম হাতে পেলেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করার পাশাপাশি নতুন বিজ্ঞপ্তিও দিতে পারবে এসএসসি। ডেটারুম হাতে না থাকায় কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বুধবার হাইকোর্টে এসে অসুবিধার কথা তুলে ধরেন। তাঁর আর্জির প্রেক্ষিতেই বিচারপতি এই নির্দেশ দিলেন।
আরও পড়ুনঃ UGC: শিক্ষা ক্ষেত্রে ব্যাপক রদবদল ! Online বা Distance Degree নিয়ে বিরাট ঘোষণা
Thik moto kaj koruk ssc...
ReplyDeleteবাহ খুব ভালো। এখন শুধু নিয়োগের অপেক্ষা।
ReplyDeleteসত্যি খুব আনন্দের খবর
ReplyDeleteJak tahole hbe ssc
ReplyDeletekhub vlo khbar
ReplyDeletekhubai vlo khbar
ReplyDeleteএখন শুধু নিয়োগের অপেক্ষা
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteকিন্তু তাড়াতাড়ি নিয়োগ করলে ভালো হয়
পরীক্ষায় বা নিয়োগ এ যাতে আর কোনো দুর্নীতি না হয়
ReplyDelete