Reliance Jio: উৎসবের মরশুমে ফের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার Jio-র
উৎসবের মরশুমে ফের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা জিও। নিজেদের ষষ্ঠ বর্ষপূর্তিতে রিচার্জের সাধারণ সুবিধাগুলির পাশাপাশি আরও কিছু অফার ঘোষণা করলো জিও। জিওর তরফে জানানো হয়েছে, ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান করলে মিলবে বেশ কিছু সুবিধা। গত ৩ সেপ্টেম্বর থেকে অ্যাকটিভ হয়ে গিয়েছে এই প্ল্যান।
অফার
১. অতিরিক্ত ৭৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে।
২. ঘুরতে যাওয়ার জন্য Ixigo অ্যাপটি ব্যবহার করে ৪৫০০ টাকা কিংবা তার বেশি খরচ করলে ৭৫০ টাকার কুপন পেয়ে যাবেন।
৩. মিলবে নেটমেটের কুপন। এক হাজার বা তার বেশি টাকার ওষুধ কিনলে ৭৫০ টাকার ছাড় পাওয়া যাবে।
৪. গ্রাহকদের দেওয়া হবে আজিও (Ajio) কুপনও। ২৯০০ টাকা বা তার বেশি অর্থের লেনদেনে ৭৫০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।
৫. মনোরঞ্জনের ক্ষেত্রেও মিলবে বিশেষ ছাড়। ছ’মাসের Pro প্যাকে পাওয়া যাবে ৬০ শতাংশ ফ্ল্যাট ছাড়।
৬. রিলায়েন্স ডিজিটাল থেকে ৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস বা সরঞ্জাম কিনলে ৫০০ টাকা বাঁচাতে পারবেন বিশেষ কুপনের মাধ্যমে।
6 BIG benefits on 6 years of Jio, with ₹2999 plan.
— Reliance Jio (@reliancejio) September 5, 2022
Recharge now: https://t.co/BhYBHZwt3H@RelianceDigital @AJIOLife @NetMeds @JioSaavn @ixigo #6YearsOfJio #JioTogether #WithLoveFromJio pic.twitter.com/tYM8Im3q5y
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊