Guest Teacher : অতিথি শিক্ষক নিয়োগ, Online Form Download
বাংলা বিষয়ের জন্য ১ বছরের চুক্তির ভিত্তিতে অতিথি শিক্ষক (Guest Teacher) নিয়োগ করা হবে। গত ২ রা সেপ্টেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য নীচে দেওয়া হল। সাথে বিজ্ঞপ্তির লিঙ্ক ।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশের সাথে বি.এড (B.Ed) পাশ করা বাধ্যতামূলক। এছাড়া শিক্ষক হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।
বয়স
আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রতিমাসে ১২ হাজার টাকা করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করার পর যাবতীয় প্রয়োজনীয় নথি যুক্ত করে স্পিড পোস্ট করে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
To, The P.O Cum DWO, BCW & TD, Administrative Building, 2nd Floor, Room No- 301, Suri, Birbhum- 731101
প্রয়োজনীয় নথি
১) বায়োডাটা ও ২ কপি পাসপোর্ট সাইজ ফটো, ২) আধার অথবা ভোটার কার্ড, ৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ৪) কাস্ট সার্টিফিকেট, ৫) অভিজ্ঞতার সার্টিফিকেট
আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থী www.birbhum.gov.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। Notification দেখতে এবং ফর্ম ডাওনলোড করতে ক্লিক করুন - Download
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊