দুর্গাপূজাকে হেরিটেজ তকমা দেওয়ায় UNESCO কে সন্মান জানিয়ে দিনহাটা শোভাযাত্রা


durga puja carnival



দুর্গাপূজাকে হেরিটেজ তকমা দেওয়ায় UNESCO কে সন্মান জানিয়ে দিনহাটা শহরে প্রশাসনের শোভাযাত্রা অনুষ্ঠিত হল।

সোমবার বিকেলে দিনহাটা পৌরসভার ব্যবস্থাপনায় শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন এই শোভাযাত্রা অনুষ্ঠানে শহর সংলগ্ন বিভিন্ন দুর্গা পূজা কমিটির সদস্যরা অংশগ্রহন করে।

বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় এদিনের এই শোভাযাত্রায়। এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ নিলেন আমাদের রাজ্য তথা বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা কে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। আমরা সেই জন্য গর্বিত, এবং তাই আমরা ইউনেস্কো কে ধন্যবাদ জানিয়ে এই শোভাযাত্রা করলাম।

দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার থেকে এই শোভাযাত্রা বেরিয়ে শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেবকুমার মুখার্জী সহ বিশিষ্ট জনেরা।

এদিনের শোভাযাত্রায় যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়,সেই কারণে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল শহরের বিভিন্ন এলাকায়।