WEST BENGAL: ১০০ কিমি বেগে ঝড়ের মহাতাণ্ডব, লণ্ডভণ্ড, ধুলিসাৎ, হতাহত


sandeshkhali , tornedo



১০০ কিমি বেগে ঝড়ের মহাতাণ্ডব উত্তর ২৪ পরগনার সন্দেশখালি তে। হঠাৎই কয়েক সেকেন্ডের তীব্র ঝড়। যার জেরে তছনছ হয়ে গেল কার্যত গোটা গ্রামই। ২০ সেকেন্ডের ওই ‘টর্নেডো’য় ভাঙল বহু ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি। 


মাত্র কুড়ি সেকেন্ডের ঝড়ে তছনছ হয়ে গেল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া এলাকার প্রায় ত্রিশটি বাড়ি। কোনো বাড়ির এডবেস্টারের চাল উড়ে গিয়েছে, আবার কোন কাঁচা বাড়ি সহ উড়ে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। বড় বড় গাছ ভেঙে পড়েছে রাস্তার উপর। টর্নেডো হওয়ার কিছুক্ষণ পর থেকেই এই এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি।


ওই ঝড় শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি সরবেড়িয়া আগারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আছড়ে পড়েছে । গ্রাম লন্ডভন্ড হওয়ার খবর পেয়েই বৃষ্টিমাথায় ঘটনাস্থল পরিদর্শনে যান সন্দেশখালি-১ ব্লক তূণমূল সভাপতি তথা সন্দেশখালির পর্যবেক্ষক শেখ শাহজান। ঘটনাস্থল পরিদর্শন করে আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করেন তিনি। 


উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। তার জেরে শুক্র ও শনিবার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিম্নচাপটি বালেশ্বরের দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিমি দূরে অবস্থান করছে। শুক্রবার রাতের দিকে সেটি ওড়িশার বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও স্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। স্থলভাগে ঢোকার পরে নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা, ঝাড়খণ্ড এবং পরে ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। তারপর ক্রমশ দুর্বল হয়ে যাবে।