Latest News

6/recent/ticker-posts

Ad Code

অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে ED!

অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে ED! 


Manik bhattacharjee




বারবার হাজিরা এড়ানোর অভিযোগ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। এমনটাই খবর। আর বারবার হাজিরার এড়ানোর জের কড়া পদক্ষেপের পথে ইডি। জানা যাচ্ছে বারেবারে হাজিরার জন‍্য ডাকা হচ্ছে মানিক ভট্টাচার্যকে কিন্তু এড়িয়ে যাচ্ছেন তিনি। ফোনে যোগাযোগ করা হলেও সাড়া দিচ্ছেন না মানিক ভট্টাচার্য। অসহযোগিতা ও হাজিরা এড়ানোর জের এবার কড়া পদক্ষেপ নিতে পারে ইডি এমনটাই মনে করা হচ্ছে‌।




জানা যাচ্ছে গত সোমবার হাজিরার জন‍্য মানিক ভট্টাচার্যকে ডেকেছিল ইডি। কিন্তু হাজিরা দেননি তিনি। এর আগে ইডিতে হাজিরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক নথি চেয়েছিল ইডি। তারপর থেকেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলে সূত্রের দাবি। বারবার হাজিরা এড়ানোয় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আলোচনা করছে ইডি এমনটাই সূত্রের খবর।




শেষমেষ কি হয় তা দেখার অপেক্ষায়। বারবার হাজিরা এড়িয়ে অসহযোগিতার জের কি পদক্ষেপ নেবে ইডি? গ্রেফতার কি হতে পারেন মানিঅ ভট্টাচার্য? নাকি ফের সুযোগ দেবে তদন্তকারী সংস্থা? ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। এখন দেখার কি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code