Latest News

6/recent/ticker-posts

Ad Code

Muharram 2022: মহরম উপলক্ষে মহরম কমিটিগুলিকে নিয়ে শান্তি বৈঠক করল পুলিশ প্রশাসন

মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়াতে আসন্ন পবিত্র মহরম উপলক্ষে মহরম কমিটিগুলিকে নিয়ে শান্তি বৈঠক করল পুলিশ প্রশাসন

Muharram meeting


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :


ডিজে নিয়ে দাপাদাপি ও অস্ত্র নিয়ে মিছিল,পুরোপুরি ভাবে নিষিদ্ধ রয়েছে সরকারি নির্দেশিকায়।সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে শোকের উৎসব পবিত্র মহরম পালন করার আহ্বান জানালেন পুলিশ প্রশাসন। আসন্ন পবিত্র মহরম উপলক্ষে মহরম কমিটিগুলিকে নিয়ে শান্তি বৈঠক করল পুলিশ প্রশাসন।মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার পুলিশ ও প্রশাসনের উদ্যোগে বালিয়া গ্রাম পঞ্চায়েত ভবনে বুধবার ওই শান্তি বৈঠকের আয়োজন করা হয়। 



পূর্ব নির্ধারিত নিয়মানুযায়ী মহরমের শোভাযাত্রা, লাঠি খেলা ইত্যাদি পালন করা হবে। কেউ যেন মদ খেয়ে মাতলামি বা অস্ত্র নিয়ে খেলা না করেন সেই আহ্বান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।এদিনের শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার সার্কেল ইন্সপেক্টর দিব্যজল ভৌমিক, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি,বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ,বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা, বিশিষ্ট সমাজসেবী সুভাশিষ রায়, সুনীল কোনাই, সমস্ত মহরম কমিটির সদস্যরা ।



পারস্পরিক সহযোগিতা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহরম পালিত হবে বলে পুলিশ প্রশাসনকে আশ্বাস দেন মহরম কমিটি গুলি। অপরদিকে মহরমে এলাকার সমস্ত মহরম কমিটিগুলিকে সরকারি নির্দেশ অনুযায়ী মহরম উৎসবে ডিজে বাজানো যাবেনা বলে পুলিশের তরফে জানানো হয়।আইন অমান্য করা হলে কড়া পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code