Latest News

6/recent/ticker-posts

Ad Code

CJI: দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন কে? নাম সুপারিশ রামানার

CJI: দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন কে? নাম সুপারিশ রামানার

CJI RAMANA AND UU LALIT



ভারতের বর্তমান প্রধান বিচারপতি এনভি রামানার (CJI NV Ramana) আগামী ২৬ আগস্ট অবসর নেবেন। আর তারপর কে হবেন রামানার উত্তরসূরি? সেই প্রশ্নের উত্তরের খোঁজ চলছে। ভারতের পরবর্তী প্রধান বিচারপতির নামের সুপারিশ চেয়ে CJI এনভি রামানার অফিসে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। সেই চিঠির জবাবে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি ইউইউ ললিতের (Justice Uday U Lalit) নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি এনভি রামানা(CJI NV Ramana)।



প্রথা অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীন বিচারপতি সিজেআই পদে বসেন। সেই মতো ইউইউ ললিতই (Justice Uday U Lalit)বিচারপতি রামানার পর সবচেয়ে প্রবীন।



গত বছর ২৪শে এপ্রিল প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন রামানা(CJI NV Ramana)। প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদের অবসরের পর এই পদে বসেন তিনি।


১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন বিচারপতি ইউইউ ললিত(Justice Uday U Lalit)। ২০১৪ সালের ১৩ অগস্ট ললিতকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। তার আগে আইনজীবী হিসেবে কাজ করেছেন বহুদিন। ১৯৮৩-তে তিনি আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। এই বছরেরই ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। তার আগে তিন মাসের কিছু কম সময় তিনি ভারতের প্রধান বিচারপতি পদে থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code