WB DA NEWS: ডিএ সহ একাধিক দাবীতে অবস্থান বিক্ষোভ




WB DA NEWS : 'ডিএ দয়ার দান নয়, কর্মীদের অধিকার।' রাজ্যসরকারী কর্মচারীদের বকেয়া ডিএ (dearness allowance)মামলায় আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলো । তবুও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ৩১ শতাংশ ডিএ (dearness allowance) দেওয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব নিয়ে চলছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে দ্রুত নির্দিষ্ট হারে ডিএ প্রদানের দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চত্বরে অবস্থান বিক্ষোভে শামিল হলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতা-কর্মীরা। TET EXAM :  বিরাট খবর - TET পরীক্ষার প্রস্তুতি শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের WBBPE


এর পাশাপাশি শূন্যপদে শিক্ষক নিয়োগ, অস্থায়ী কর্মীদের দ্রুত স্থায়ীকরণ,সমকাজে সম বেতন সহ চার দফা দাবিতে সোচ্চার হলেন বাম শিক্ষক নেতারা।


মঙ্গলবার বিকেলে মিছিল করে ডিপিএসসি চত্বরে জমায়েত করেন তারা। শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন উপস্থিত বক্তারা।


এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা, কৃষ্ণ সেন, নীতা নন্দী,জ্যোতিবিকাশ কর সহ অন্যান্যরা।


সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, রাজ্যজুড়ে বাম প্রভাবিত সরকারী কর্মচারী ও শিক্ষকরা রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন। তাদের দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক।