'পাইলট কার, লাল বাতি ব‍্যবহার করবেন না, ফাইল দেখে সই করবেন', মন্ত্রীদের বার্তা মুখ‍্যমন্ত্রীর


Mamata Banerjee




মন্ত্রীসভার রদবদলের পর প্রথম মন্ত্রীসভার বৈঠকেই মন্ত্রীদের লালবাতি, পাইলট কার ব‍্যবহারে 'না' করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। ক্লিন ইমেজ বজায় রাখতে হবে, রদবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mama Banerjee)।



মন্ত্রীদের উদ্দেশে তিনি জানিয়েছেন, ‘পাইলট কার (Pilot Car), লাল বাতি (Red Beacon) ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী। জেলা থেকে কোনও মন্ত্রী কলকাতায় এলেও পাইলট কার নয়’।



মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাজের জায়গা ভাগ করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের, পূর্ণ মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীদেরও কাজ নির্দিষ্ট করবে সরকার’। শুধু তাই নয় কোনো ফাইল এলে দেখে স্বাক্ষর করার পরামর্শ মুখ‍্যমন্ত্রীর।



পাইলট কার ব্যবহার, গাড়িতে লাল বাতি ব্যবহার বন্ধ করার বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পন্থা কেউ না মেনে চললে সেই বিষয়টা রাজ্য সরকার ভাল ভাবে নেবে না।