Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুভেন্দু-সেলিম সহ ১৭ বিরোধী নেতাদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা আদালতে

শুভেন্দু-সেলিম সহ ১৭ বিরোধী নেতাদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা আদালতে



High Court, Primary Education
Calcutta High Court



এইতো কয়েকদিন আগে তৃণমূল নেতা-মন্ত্রীদের নামে বিপুল সম্পত্তি বৃদ্ধির মামলা হয়েছে উচ্চ আদালতে। ১৯ নেতা মন্ত্রীর নামে হয়েছে সেই মামলা। এবার কি তারই পাল্টা ১৭ বিরোধী নেতার নামে সম্পত্তি বৃদ্ধির মামলা হল। বিজেপি-সিপিএম-কংগ্রেস-সহ ১৭ নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে।




শিশর, শুভেন্দু, দিব‍্যেন্দুর নাম রয়েছে সেই তালিকায়। তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ,অগ্নিমিত্রা পাল, শমীক ভটাচার্যের মতো বিজেপি নেতা-নেত্রীরা। পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim), কংগ্রেস নেতা আব্দুল মান্নানদের নাম রয়েছে তালিকায়। আরও পড়ুনঃKaushiki Amavasya  2022-Date-Time কৌশিকি অমাবস্যা- তারিখ-সময়-তিথি 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code