SLST 2016 : ৫০২ দিন অবস্থান বিক্ষোভের পর বেরোলো সমাধানের পথ ! 


avishek banerjee




৫০২ দিন অবস্থান বিক্ষোভের পর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বেরোলো সমাধানের পথ। বৈঠকে উপস্থিত চাকরীপ্রার্থীরা জানিয়েছেন 'অভিষেক ব্যানার্জী অত্যন্ত মানবিক ভাবে আমাদের সমস্যার কথা শুনেছেন এবং আমরা যাতে দ্রুত চাকরী পাই তার ব্যবস্থা করবেন।" 


৫০০ দিন পেরিয়েও চলছে আন্দোলন। ৫০১ দিন ধরে মেয়ো রোডে আন্দোলন করছেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers)। SSC দুর্নীতির অভিযোগে, ২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করছেন এই চাকরিপ্রার্থীরা। 

আন্দোলনকারীদের দাবি, ২০১৬-র SSC’র নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় প্রত্যেকেরই নাম রয়েছে। কিন্তু, একজনেরও চাকরি হয়নি। অভিযোগ, তাঁদের থেকে বহু অযোগ্য প্রার্থী লক্ষ লক্ষ টাকা দিয়ে আজ স্কুলের শিক্ষক, শিক্ষিকা। দুর্নীতি অভিযোগে টানা আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলনকারীরা। 

এদিকে আজ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ‍্যায়।



জানা যাচ্ছে,  দ্রুত নিয়োগের ব্যাপারে দলের তরফে সরকারকে কী পদক্ষেপ বা আবেদন করা যায়, সেই ব্যাপারে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক। পরবর্তী বৈঠক ৮ আগস্ট শিক্ষামন্ত্রী ও SSC চেয়ারম্যানের সঙ্গে।


এদিকে বস্তা বস্তা টাকা-সোনা-দানা নিয়ে ইডির হাতে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‍্যায়। একদিকে আজ মন্ত্রীসভার বৈঠক ডেকে সব দপ্তরের দায়িত্ব থেকে অব‍্যাহতি দেওয়া হয় পার্থকে। অন‍্যদিকে বৈঠক ডেকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। এরপরেই অভিষেকের আন্দোলনকারীদের সাথে যোগাযোগ ও বৈঠক অনেকটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।