Breaking News: উচ্চ আদালতে শিক্ষকপদে শূন‍্যপদের সংখ‍্যা জানিয়ে দিল রাজ‍্য

Teacher Vacancy




উচ্চ আদালতে (Calcutta High court) রাজ‍্যে শিক্ষক পদে কত শূন‍্যপদ (Teacher Vacancy) বাকি তা জানিয়ে দিল রাজ‍্য। আদালতের (Calcutta High court) নির্দেশের পরেই এই শুন‍্যপদ (Teacher Vacancy) সংক্রান্ত তথ‍্য আদালতে (Calcutta High court) পেশ করা হল। 'প্রচুর শূন‍্যপদ (Teacher Vacancy) তৈরি থাকলেও আদালতের কারণে নিয়োগ করানো যাচ্ছে না' এমন দাবির পরিপ্রেক্ষিতে আদালত (Calcutta High court) শিক্ষকপদে শূন‍্যপদের সংখ‍্যা (Teacher Vacancy) তলব করে রাজ‍্যের কাছে। সেই তথ‍্য জমা করলো রাজ‍্য।




রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী মোট শূন্যপদের  (Teacher Vacancy)সংখ্যা ১৮ হাজারের বেশি আছে। যা জানা যাচ্ছে, তাঁতে একাদশ-দ্বাদশে শূন্যপদ-৫,৫২৭টি, নবম-দশমে শূন্যপদ- ১৩,৮৪২টি, উচ্চ প্রাথমিকে শূন্যপদ-১৪,৩৩৯ এবং প্রাথমিকে শূন্যপদ-৩,৯৩৬টি। এছাড়াও ২ হাজার ৩২৫ টি প্রধান শিক্ষকের পদ আছে।




উল্লেখ‍্য, শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে রাজ্য কোন পথে এগোচ্ছে কবে হবে শূন্যপদ (Teacher Vacancy) পূরণ, তা জানতে এবার স্বতঃপ্রণোদিত মামলা করার কথাও বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই এই তথ‍্য জমা হল আদালতে।




এদিকে এর আগে আনসার আলি নামে এক ব‍্যক্তির আরটিআই-এ জানা যায় সম্প্রতি প্রাথমিকে ৯ হাজার ২৬০ টি শূন্যপদে নিয়োগ হয়েছে। তিনি জানিয়েছেন, ১৫ হাজার ২৮৪ টি পদে নিয়োগ করার কথা বলা হয়েছিল। ফলে ৬ হাজার ২৪টি পদ খালি। যদিও রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিকে শূন্যপদ ৩৯৩৬টি।




এই তথ‍্য সামনে আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে শূন‍্যপদ পূরণের নির্দেশ দেয় আদালত। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দিয়ে মেধাতালিকায় যারা আছেন তাদের র‍্যাঙ্ক এবং প্রাপ্য নম্বর প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও জানান হয়েছে, ভবিষ্যতে যদি কোনও শূন্যপদ সৃষ্টি হয় তাহলে নিয়োগের আগে তাঁদের প্রাপ্য নম্বর এবং মেধাতালিকায় তাঁদের রাঙ্কিং কত বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করতে হবে। শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হলফনামা দিয়ে জানাবেন কবে শূন্যপদে নিয়োগ করবেন।