কোচবিহারে গরমে অসুস্থ ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের সময় পরিবর্তনের দাবি উস্থির 

উস্থি সদস্য



উত্তরবঙ্গে (North Bengal) এখন তীব্র গরম । কোচবিহার থেকে মালদা সর্বত্রই তীব্র দাবদাহ। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও একটু আধটু বৃষ্টি হলে তাও গরম যেনো আরও বৃদ্ধি করছে। ইতিমধ্যে দিনহাটা কলেজে এক ছাত্রীর গরমে মৃত্যুর অভিযোগ উঠেছে। একাধিক ছাত্র ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে। এমতাবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলি খোলার সময় পরিবর্তন নিয়ে সরব হলো শিক্ষক সংগঠন উস্থি (UUPTWA)




উস্থির (UUPTWA) কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে আজ একটি আবেদন জানানো হয় মর্নিং শিফটে বিদ্যালয় গুলি শুরু করার বিষয়ে। আবেদনপত্র পরিদর্শকের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন অরুন কুমার দাস, দেবাশীষ বর্মন, অনিমেষ সরকার, স্বপন দে, অয়ন সরকার।




শিক্ষক দেবাশীষ বর্মন জানিয়েছেন, জেলা বিদ্যালয় পরিদর্শক বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। আগামী সোমবারের মধ্যে সময় পরিবর্তন নিয়ে তিনি সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন দেবাশিষ বাবু। তিনি আরও জানিয়েছেন, আগামী সোমবার থেকে সকালে বিদ্যালয় শুরুর সম্ভাবনা রয়েছে, এমনটাই  ইঙ্গিত মিলেছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে। আরও পড়ুনঃ কালীঘাটে গরম পড়লে গোটা পশ্চিমবাংলা বন্ধ হয়ে যায় - শতরূপ ঘোষ



প্রসঙ্গত কিছুদিন আগে যখন বৃষ্টিতে উত্তরবঙ্গের মনোরম আবহাওয়া ছিলো তখন দক্ষিনবঙ্গের জন্য গ্রীষ্মকালীন ছুটি (summer vacation) বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু বিগত ৪-৫ দিন থেকে উত্তরবঙ্গে তীব্র দাবদাহ চললেও এখনো কোন ছুটি ঘোষণা করা হয় নি। যা নিয়ে স্যোসাল মিডিয়ায় অনেককেই সরব হতে দেখা গেছে। কিন্তু এখনো পর্যন্ত গরমের ছুটির কোন নির্দেশিকা শিক্ষাদপ্তর জারি করেনি।