Latest News

6/recent/ticker-posts

Ad Code

Monkeypox: করোনার বাড়বাড়ন্তের মাঝেই দেশে মাঙ্কিপক্স আতঙ্ক, জারি নির্দেশিকা

করোনার বাড়বাড়ন্তের মাঝেই দেশে মাঙ্কিপক্স আতঙ্ক, জারি নির্দেশিকা 

Monkeypox




করোনার বাড়বাড়ন্তের মাঝেই দেশে মাঙ্কিপক্সের আতঙ্ক। দেশের প্রথম মাঙ্কিপক্স রোগীর সন্ধান মিলেছে কেরলে।এরপরেই তড়িঘড়ি নির্দেশিকা জারি করল কেন্দ্র। মাঙ্কিপক্স (Monkeypox) থেকে সতর্ক থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।



ICMR-এর তরফে জানানো হয়েছে, মাঙ্কিপক্স চিহ্নিত করার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত, তা নিশ্চিত হতেই বিভিন্ন শহরের ১৫টি ল্যাব বেছে নেওয়া হয়েছে। এর জন্য ল্যাব কর্মীদেরও আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।




নির্দেশিকা-

১) বিদেশ ফেরত যাত্রীদেরকে অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

২) জীবিত কিংবা মৃত বন্য প্রাণীদের কাছে না যাওয়াই ভাল। ইঁদুর, কাঠবিড়ালি, বাঁদরের সংস্পর্শে বা কাছে যাওয়া যাবে না।

৩) স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) নয়া নির্দেশিকা অনুযায়ী, বিদেশ ফেরত যাত্রীদের গুল্মজাতীয় পদার্থের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৪) আফ্রিকান পাউডার, ক্রিম কিংবা বডি লোশন ব্যবহারে না করা হয়েছে।

৫) সংক্রমিতের বিছানা, আসবাব, বাসনপত্রের সংস্পর্শও এড়িয়ে চলতে হবে।

৬) এই রোগে আক্রান্তের সঙ্গে খাবার শেয়ার করে খাবেন না।

৭) জ্বর হলে অথবা শরীরে অ্যালার্জি দেখা দিলে কিংবা মাঙ্কিপক্সে আক্রান্তের সংস্পর্শে এসে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সেই অনুযায়ী পরীক্ষা করান।

৮) ত্বকে ক্ষত অথবা গোপনাঙ্গে অ্যালার্জি এমন ব্যক্তিদের বিদেশ থেকে ফেরা যাত্রীদের সংস্পর্শে না আসার কথা বলা হয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code