North Bengal News : কোচবিহার থেকে মালদা সর্বত্রই তীব্র দাবদাহ

school



উত্তরবঙ্গে (North Bengal) এখন তীব্র গরম । কোচবিহার থেকে মালদা সর্বত্রই তীব্র দাবদাহ। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও একটু আধটু বৃষ্টি হলে তাও গরম যেনো আরও বৃদ্ধি করছে। আবহাওয়া দপ্তর আগামী ১৭ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বললেও বৃষ্টির দেখা নেই।


এদিকে তীব্র দাবদাহে বিদ্যালয় (school) গুলি খোলা থাকায় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। বিভিন্ন বিদ্যালয়েই অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে । আজ কোচবিহারে প্রায় ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিলো, একই অবস্থা অন্যান্য জেলাগুলিতেও।


কিছুদিন আগে যখন বৃষ্টিতে উত্তরবঙ্গের মনোরম আবহাওয়া ছিলো তখন দক্ষিনবঙ্গের জন্য গ্রীষ্মকালীন ছুটি (summer vacation) বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু বিগত ৪-৫ দিন থেকে উত্তরবঙ্গে তীব্র দাবদাহ চললেও এখনো কোন ছুটি ঘোষণা করা হয় নি। যা নিয়ে স্যোসাল মিডিয়ায় অনেককেই সরব হতে দেখা গেছে। অনেকেই ভাবছেন হয়তো বিদ্যালয়গুলিতে গরমের ছুটি দেওয়া হবে। 


তবে এখনো পর্যন্ত গরমের ছুটির কোন নির্দেশিকা শিক্ষাদপ্তর জারি করেনি।