বিধাননগর MP-MLA কোর্টে আত্মসমপর্ণ নিশীথের 








সোনার দোকান লুঠপাট ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik )। হিন্দুস্থান টাইমস সূত্রে জানা গেছে, ২০০৯ সালের মে মাসে আলিপুরদুয়ার থানা এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর এবং লুঠপাট করার অভিযোগে নাম জড়ায় নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) এর আগে সেই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অবশেষে আদালতের নির্দেশ মেনে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিন পান।




এদিন বিধাননগর এমপি, এমএলএ কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালত পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। 




নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) আইনজীবী জানান, ২০০৯ সালে দুই স্বর্ণ ব‍্যবসায়ীর দোকানে ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় নাম জড়ায় সাংসদের। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এদিন বিধাননগর এমপি এম এল এ কোর্টে আত্মসমপর্ণ করেন তিনি। পরে জামিন পান। এখন মামলা চলবে। তারপরেই জানা যাবে সবকিছু। 



কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আত্মসমপর্ণের ঘটনায় চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ‍্য রাজনীতিতে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। চলবে সাক্ষ‍্য প্রমান তারপর রায় বলেই জানান আইনজীবী।