তীব্র দাবদাহে বিদ্যালয়েই অসুস্থ ছাত্র! জোরালো হচ্ছে স্কুল বন্ধের দাবি
গরমে হাসফাঁস উত্তরবঙ্গ। তীব্র দাবদাহে গতকাল কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা মহাবিদ্যালয়ে গরমের জের পরীক্ষা দিতে এসে প্রাণ হারায় এক ছাত্রী। এরপর আজ তীব্র গরমে ফের অসুস্থতার খবর। নোটাফালা জুনিয়ার হাই স্কুলে (Notafala Jr high) তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে এক শিক্ষার্থী। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে।
নোটাফালা জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক অনিমেশ সরকার এর সাথে ফোনে যোগাযোগ করা হলে জানান তীব্র গরমের কারণে এমনিতেই স্কুলে (Primary School) খুব অল্প সংখ্যক ছাত্র ছাত্রী এসেছে। প্রায় ৭-৮ জন। এদের মধ্যে হঠাৎ এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। ছাত্রের নাক দিয়ে রক্ত আসে। এরপর, তড়িঘড়ি স্কুলে শুইয়ে চলে প্রাথমিক চিকিৎসা।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে গতকালের মৃত্যুর ঘটনার পরেই গরমের জের স্কুল (Primary School) বন্ধের দাবি তুলেছে বিভিন্ন মহল। দক্ষিনবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে এর আগে বন্ধ হয়েছিল স্কুল যদিও সেসময় উত্তরবঙ্গের আবহাওয়া ততটাই গরম ছিল না। পরে ফের বাড়ানো হয় ছুটি। এখন উত্তরবঙ্গে চলছে তীব্র দাবদাহ এর ফলে স্কুল বন্ধের দাবি জোরালো হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊