তীব্র তাপদাহ উত্তরবঙ্গে, মৃত্যু কলেজ ছাত্রীর ! চাঞ্চল্য দিনহাটায়

hospital



পরীক্ষার খাতা জমা দিতে এসে প্রচণ্ড গরমে লুটিয়ে পড়ে দিনহাটা কলেজের তৃতীয় বর্ষের ইকোনমিক্সের এক ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য দিনহাটায়।


ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী চুমকি রায় আজ বৃহস্পতিবার কলেজে পরীক্ষার খাতা জমা দিতে আসে। পরীক্ষা শেষ করে খাতা জমা দেওয়ার সময় হঠাৎ প্রচন্ড গরমে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ সেখান থেকে  তাকে কলেজ কর্তৃপক্ষ দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহর সংলগ্ন এলাকায়।


দিনহাটা কলেজের প্রফেসার সূর্যনারায়ণ রায় জানান, খুবই দুঃখজনক ঘটনা। তীব্র গরম না শারীরিক কোন অসুস্থতা তা এখনো জানা যায়নি। তবে আগামীকাল থেকে দিনহাটা কলেজে অ্যাম্বুলেন্স রাখা হবে। যাতে এই ধরণের আর কোন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না হয় ।


মৃত ছাত্রীর প্রতিবেশী তথা ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মন বলেন চিকিৎসক জানিয়েছে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার দরুন প্রচণ্ড গরমে লুটিয়ে পড়ে সে। তবে বহু প্রচেষ্টার পরেও বাঁচানো গেলোনা তাকে।


তবে হঠাৎ করে এভাবে কলেজ ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দিনহাটা মহকুমা জুড়ে।