Primary Scam: ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ-নথি তলব


TET 2014, WBBPE



প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। আর এই সিবিআই (CBI) তদন্তের জেরে প্রায় ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের নথি চেয়ে পাঠালো পর্ষদ। আর এই নথি তলবের পরেই আতঙ্ক বাড়ছে।




প্রাথমিকে শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) একাধিক অসঙ্গতি সামনে এসেছে। অভিযোগ উঠছে, পরীক্ষা না দিয়ে আবার অনেকে সাদা খাতা জমা দিয়েও টাকার জোরে চাকরি পেয়েছেন। ফলে দেওয়া হয়েছে সিবিআই তদন্তের নির্দেশ।




পর্ষদ সূত্রের খবর, তদন্তের স্বার্থে সিবিআই সব নথি চেয়েছে। তারা নিয়োগপত্র দেখতে পারে। সিবিআইয়ের মৌখিক নির্দেশেই নিয়োগ নথি চাওয়া হচ্ছে বলে খবর। কিছু দিন আগে প্রাথমিক স্কুলে নিয়োগ-দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।




এর আগে ২০১৪ সালের টেট পাশ শিক্ষকদের নথি চেয়েছিল পর্ষদ। কিন্তু তা ঠিকঠাক জমে পড়েনি বলেই অভিযোগ। অভিযোগ, তখন সেই নথি সিবিআইয়ের কাছে জমা পড়েনি। আর তাই আবার নথি তলব।



টেট সার্টিফিকেট, জয়েনিং লেটার সহ একাধিক নথি চাওয়া হয়েছিল। আর সেই নথি চাওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করে গুরুত্বপূর্ণ নথি গুলি যদি দিয়ে দেওয়া হয় পরে প্রয়োজন হলে কি হবে? কোনও কারণে যদি পরে সেগুলোর দরকার হয় এবং এই সব নথি তাঁরা ফেরত না-পান, তা হলে তাঁরা বিপাকে পড়বেন।