India Ranking 2022: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় JNU,রইল পুরো তালিকা
আন্দোলন থেকে শুরু করে যেখানে বিতর্কের কারণে খবরের শিরোনামে চলে আসে রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সেখানে যে শিক্ষাও দেওয়া হয় ভালোভাবে বলা চলে তার আদর্শ প্রমান মিলল কেন্দ্রীয় রিপোর্টে। একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছে জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। এবার সেই জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় র্যাঙ্কিংয়ে প্রথম দশে।
NIRF’এর প্রকাশিত তালিকাতে দেখা যাচ্ছে, প্রথম স্থানে IISc, বেঙ্গালুরু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানেই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)। অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। এসব প্রতিষ্ঠান যে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণেরও আদর্শ স্থান তা জানিয়ে দিল এই কেন্দ্রীয় রিপোর্ট।
তালিকা:
প্রথম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু
দ্বিতীয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)
তৃতীয়: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
চতুর্থ: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)
পঞ্চম: অমৃতা বিশ্বপীঠ
ষষ্ঠ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)
সপ্তম: মণিপাল অ্যাকাডেমি
অষ্টম: কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)
নবম: ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT)
দশম: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ক্ষেত্রে NIRF তালিকায় প্রথম স্থানে মাদ্রাজ। ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি, খড়গপুর। দেশের পাঁচটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতার প্রতিষ্ঠান IIM, জোকা। প্রথম স্থানে যথারীতি IIM, আহমেদাবাদ। কলেজগুলির মধ্যে দেশের সেরা মিরান্ডা হাউস, নয়াদিল্লি। এদিকে বাংলার সেন্ট জেভিয়ার্স অষ্টম স্থানে ও বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের স্থান নবম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊