Private Tuition : রাজ্যের শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে এবার ব্যবস্থা গ্রহনের নির্দেশ
Private Tuition : শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন রাজ্য উত্তাল ঠিক সে সময় শিক্ষকদের (school teachers) প্রাইভেট টিউশন (Private Tuition) নিয়ে এবার বেশ কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে রাজ্য। ইতিমধ্যে ৬১ জন প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট টিউশনের অভিযোগ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি হয়েছে। উত্তরদিনাজপুরে জারি হয়েছে বিশেষ নির্দেশিকা, ১০ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে সেখানে।
এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর অবশেষে আরও কড়া ভূমিকা গ্রহন করলো। রাজ্যের স্কুল শিক্ষা দফতর এবার রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা (school teachers) যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশানি (Private Tuition) করতে না পারেন তার জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল। সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে সেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা (school teachers) এবার থেকে আর কোনও ভাবেই প্রাইভেট টিউশান (Private Tuition) করতে পারবেন না। এই নিয়মের অন্যথা হলে তার চাকরিও কেড়ে নিতে পারবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আটকে দেওয়া হতে পারে পেনশানও।
আরও পড়ুনঃ WB Internship Scheme: কলেজে পড়াকালীনই মিলবে 'সরকারি ইন্টার্নশিপে'র সুযোগ, শুরু হতে যাচ্ছে আবেদন !
সম্প্রতি, গৃহশিক্ষকদের একটি সংগঠন স্কুল শিক্ষা দফতরে প্রমাণ সহ ৬১ জন শিক্ষক-শিক্ষিকার (school teachers) বিরুদ্ধে অভিযোগ জানায় যে তাঁরা নিয়ম লঙ্ঘন করে প্রাইভেট টিউশনি করে চলেছেন। জানা যাচ্ছে, সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই এই পদক্ষেপ নিয়েছে শিক্ষা দফতর। এমনকি এই নির্দেশ যাতে সার্বিকভাবে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে সব স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে নোটিস পাঠানো হচ্ছে।
Good
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনDarun khabor
উত্তরমুছুনTahole future dark 🙂
উত্তরমুছুনGood information
উত্তরমুছুন😱😱
উত্তরমুছুনHelpful
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনশিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রচার করা হয়, আমার বাড়িতে উপযুক্ত টিউশন দেও আ হয়
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনThik akdom
উত্তরমুছুনএকি কাণ্ড
উত্তরমুছুনNice step .
উত্তরমুছুনGood
উত্তরমুছুনWell, I am a primary school teacher.I love my job as a teacher. I teach 30-40 students at my home free of cost. I also teach at a coaching centre and that is also free of cost. I know my subject well and I love to pass the knowledge into my dearest students. As I am basically a lazy person, I have opted for this option to repay the love and help I got from the society.I just do my duty to keep my pride as a good individual. What is wrong in that?? Moreover, there are plenty of private tutors thriving at every corner of our society who just know business.The things they teach and the way they teach...! My complaint is against every teacher,private and salaried alike. Helping young buds to bloom should be a sacred duty. All I see is fight for the place to help, as if anyone cane be denied the duty to help!😞 I really don't understand why and how salaried teachers take money for helping students at home!
উত্তরমুছুনFuture deep dark
উত্তরমুছুন