weather report today in my location : লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গে, চলবে কতদিন ? জানুন আবহাওয়ার খবর

weather report today in my location


women with umbrella


লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বেশকয়েকটি জেলায়। গতকাল রেকর্ড বৃষ্টিপাত , গত ২৪ ঘন্টায় ২৩১.৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই জেলায়। আগামী ৩ জুলাই (weather report today in my location) পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কোচবিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর।



কোচবিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে-
২৯ জুন থেকে ৩ জুলাই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসুন জেনে নেই কয়েকটি জেলার আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর (weather report today in my location) 

women with umbrella


কোচবিহার- ২৯ জুন ভারী বৃষ্টি, ৩০ জুন ও ২ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ১ ও ৩ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


আলিপুরদুয়ার- ২৯ জুন ভারী বৃষ্টি, ৩০ জুন জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ১ থেকে ৩ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


women with umbrella


জলপাইগুড়ি - ২৯ জুন ভারী বৃষ্টি, ৩০ জুন জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ১ থেকে ৩ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


উত্তর দিনাজপুর- ২৯ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ৩০ জুন থেকে ৩ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে রাত থেকে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। একইসাথে সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।  বুধবার সকালে তিস্তা ব্যারেজ থেকে ১৫৫৮ কিউমেক  জল ছাড়া হয়েছে। জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ