আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইয়ন মরগ্যান
অবসর নিলেন ইয়ন মরগ্যান (Ekon Morgan)। ইংল্যান্ডের (England) বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান (Ekon Morgan) আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নিলেন। আইসিসির (ICC) তরফেরও সোশ্যাল মিডিয়ায় মর্গ্যানের (Eion Morgan) অবসরের সিদ্ধান্তের খবর জানানো হয়েছে।
২০১৫ সালে ইংল্যান্ডের অধিনায়কের (England Captain) দায়িত্বভার গ্রহন করেন ইয়ন মরগ্যান (Eion Morgan)। ২০১৯ সালে প্রথমবার ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রায় সাড়ে সাত বছর অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি খেলেন না। তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ান ডে তে জাতীয় দলের অধিনায়ক ছিলেন মর্গ্যান।
দেশের জার্সিতে শেষ ২৮টি ম্যাচে মাত্র ২টা অর্ধশতরান করেছেন মরগ্যান। ফিটনেসও সঙ্গ দিচ্ছে না অনেক দিন ধরেই। মরগ্যানের অবসরের পর সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন জস বাটলার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊