Ankita Adhikary: চাকরি থেকে বরখস্তের পর প্রথম কিস্তিতে বেতন ফেরালেন মন্ত্রীকন‍্যা অঙ্কিতা

Ankita Adhikary: প্রথম কিস্তিতে বেতন ফেরালেন মন্ত্রীকন‍্যা অঙ্কিতা


ankita adhikari


স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) মামলায় দুর্নীতির জের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary)। শুধু বরখস্ত নয় চাকরির সব টাকা ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। সেই মতোই আজ প্রথম কিস্তির টাকা ফেরৎ দিলেন বলে খবর। এদিন প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা জমা দিয়েছেন অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary)।




জানা যাচ্ছে প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা এদিন হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দিয়েছেন তিনি। এখন বাকি দ্বিতীয় কিস্তির টাকা। জুলাইয়ের ৭ তারিখের মধ‍্যে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ রয়েছে বলে খবর।




নিয়ম ভেঙে নিয়োগের অভিযোগে গত ২০ই মে শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikary) চাকরি থেকে বরখাস্ত করেন। সোমবার মেখলিগঞ্জ ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছায় অঙ্কিতার বেতন বন্ধের নোটিশ। এর পর শুরু হয় তাঁকে বরখাস্ত করার প্রক্রিয়া। এমনকি মেয়ের বেনিয়ম নিয়োগের জেরে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর জেরার মুখোমুখি হতে হয় মন্ত্রীকে।




২০১৮ সালের ২৪ নভেম্বর ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary)। স্কুলে শিক্ষকতা করেছেন ৪১ মাস। জানা গিয়েছে, ৩৯ হাজারের কাছাকাছি বেতনে চাকরিজীবন শুরু করেছিলেন অঙ্কিতা। শেষ বেতন পেয়েছেন ৪৭ হাজার টাকা। সবমিলিয়ে ৪১ মাসে তিনি বেতন তুলেছেন ১৬ লক্ষ টাকা। দুই কিস্তিতে ১৬ লক্ষ টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ