WB School Department : বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের, ৪ জুলাই এর আগেই করতে হবে আবেদন

Sangbad Ekalavya
11

রাজ্যের শিক্ষকদের জন্য খুশির খবর, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের, ৪ জুলাই এর আগেই করতে হবে আবেদন 

lady teachers with students in classroom


Siksha Ratna Award 2022- রাজ্যের শিক্ষকদের জন্য খুশির খবর। শিক্ষারত্ন ২০২২ এর জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করলো রাজ্য শিক্ষা দপ্তর। Teacher's Day 2022 এ নির্বাচিত শিক্ষকদের হাতে শিক্ষারত্ন পুরষ্কার তুলে দেওয়া হবে। 


অন্তত ২০ বছর ধরে যারা শিক্ষকতার সাথে যুক্ত তারাই Siksha Ratna Award 2022 এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন করবার সময় বেশ কিছু তথ্য জমা করতে হবে শিক্ষকদের। অনলাইনে করা যাবে আবেদন। এইজন্য যেতে হবে Link এ। 


শুধু সহকারী শিক্ষক শিক্ষিকারা নয়! বরং প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও আবেদন (Siksha Ratna Award 2022) করতে পারবেন।  সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করার আগে সবকিছু মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে যাঁরা একবার এই পুরস্কার (Siksha Ratna Award 2022) পেয়েছেন তাঁরা আর আবেদন করতে পারবেন না।

Siksha Ratna Award 2022



বিজ্ঞপ্তির মাধ্যমে  জানানো হয়েছে, নিজের নাম নথিভুক্ত করার আগে বারবার গাইডলাইন দেখে নিন। নিজের সব তথ্য সঠিক দিন। এছাড়াও, সমস্যা হলে shiksharatna.helpdesk@gmail.com – মেইল করা যেতে পারে। অনলাইন আবেদনের শেষ তারিখ ৪ঠা জুলাই।

গাইডলাইন দেখতে ক্লিক করুন - Guideline 

Post a Comment

11Comments

Post a Comment
To Top