HS Result 2022 : মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও নজর কাড়লো রিতম, রাজ্যে পেলো ১০ স্থান
দিনহাটা গোপালনগর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে রিতম বর্মণ মাধ্যমিক ২০২০ তে সপ্তম স্থান অর্জন করেছিলো। তার প্রাপ্ত নাম্বার ছিলো ৬৮৬। এবছরও (HS Result 2022) সাফল্যের ধারা বজায় রাখলো রিতম বর্মন।
দিনহাটা সোনিদেবী জৈন উচ্চবিদ্যালয়ের (Dinhata Soni Debi Jain High School) কৃতি ছাত্র রিতম উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থান (HS Result 2022) অর্জন করলো এবার।
বিজ্ঞান বিভাগের ছাত্র রিতম NEET পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। এটাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছে। সাথে সঙ্গীত চর্চা তাঁর একটা প্রিয় শখ বলেও জানিয়েছে।
রিতমের বাবা দিলীপ বর্মণ দিনহাটার জরবাড়ি উচ্চবিদ্যালয়ের পার্শ্বশিক্ষক এবং মা একজন স্বাস্থ্যকর্মী। পরিবারের সকলেই খুব খিশি রিতমের সাফল্যে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊