WB HS RESULT 2022: অদিশা সহ আরও ৯ জন মেধা তালিকায় দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ্যালয়ের
প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল ( WB HS Results 2022)। সকাল এগারোটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ঘোষণা করেন। ৫৬ টি বিষয়ের ওপর পরীক্ষা। সব মিলিয়ে ১১৬টি বিষয়ে পরীক্ষা হয়েছে।
করোনা কাটিয়ে গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক (HS) শেষ হয় ২৭ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৪৫,০৬৬ জন। ৩৩৭,০২৮ জন ছাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রীর সংখ্যা ছিল ৪০৮,০৩৮ জন। করোনাভাইরাস পরিস্থিতির জেরে এই প্রথম ‘হোম সেন্টারে’ (নিজের স্কুলে পরীক্ষা) উচ্চমাধ্যমিক হয়। রাজ্য জুড়ে মোট ৬,৭২৭ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
এবছর প্রথম হয়েছে দিনহাটা সোনী দেবী উচ্চ বিদ্যালয়ের আদিশা দেব শর্মা। ৪৯৮ পেয়ে শীর্ষে অদিশা। শুধু অদীশাই নয় মেধা তালিকায় আরও ৯ জন রয়েছে দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ্যালয়ের।
দিনহাটা সোনীদেবী উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় যারা-
অদিশা দেবশর্মা - ৪৯৮ - প্রথম - বিজ্ঞান বিভাগ
অনুস্কা ভট্টাচার্য - ৪৯৫ - চতুর্থ - বিজ্ঞান বিভাগ
অদিতি সাহানা - ৪৯৪ - পঞ্চম - বিজ্ঞান বিভাগ
দিৎসা সূত্রধর - ৪৯৪ - পঞ্চম - কলা বিভাগ
অনুস্কা ভৌমিক - ৪৯২ - সপ্তম -বিজ্ঞান বিভাগ
অনন্যা দেব - ৪৯১ - অষ্টম - কলা বিভাগ
কেকা রায়- ৪৯১ - অষ্টম - বিজ্ঞান বিভাগ
মিতালী বর্মণ - ৪৯০ - নবম - বিজ্ঞান বিভাগ
প্রেরনা বর্মণ - ৪৮৯ - দশম - বিজ্ঞান বিভাগ
রিতম বর্মণ - ৪৮৯ - দশম - বিজ্ঞান বিভাগ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊