Latest News

6/recent/ticker-posts

Ad Code

India’s First Sologamy Marriage: নিজেই নিজেকে বিয়ে করলেন যুবতী, দেশ প্রথম একক

India’s First Sologamy Marriage: নিজেই নিজেকে বিয়ে করলেন যুবতী, দেশ প্রথম একক 

India’s First Sologamy Marriage




নিজের সঙ্গে নিজের বিয়ে শুনেছেন কখনও। তাও আবার আমাদের দেশেই। হ‍্যাঁ। ঠিক শুনছেন। গুজরাতের এক যুবতী নিজেকেই বিয়ে করলেন। প্রথা মেনে বিয়ের সমস্ত রীতি পালিত হয়।




গত কয়েকদিন ধরেই শিরোনামে গুজরাতর যুবতী ক্ষমা বিন্দু। আগেই ঘোষনা দিয়েছেন নিজেকেই বিয়ে করতে চলেছেন তিনি। সব বিতর্ককে এড়িয়ে তাই করলেন ক্ষমা। দশ জন অতিথির উপস্থিতিতে সাড়লেন বিয়ে।

Khama Bindu




নিজেই নিজেকে পরালেন সিঁদুর। হল নাচ, গান। প্রথা মেনে বিয়ের সমস্ত রীতি পালিত হল। বিয়ের পর ২৪ বছর বয়সী ক্ষমা বললেন, ‘এবার আমি নিজেকে বিবাহিতা বলতে পারব।’ কপালে সিঁদুর, গলায় মঙ্গল সূত্র পরিহিতা ক্ষমার এই পদক্ষেপ নজর কেড়েছে।




নিজের বিয়ের ছবি নিজেই দিয়েছেন সোশ‍্যাল মিডিয়ায়। আর চার পাঁচটা বিয়ের মতো তাঁর বিয়েতেও হয়েছে গায়ে হলুদ পর্ব, হয়েছে মেহেন্দি পরার পর্ব। তবে সবটাতেই মধ্যমণি একাই ছিলেন ক্ষমা।

Khama Bindu




বিয়ের পর ক্ষমা বলছে, অন্যান্য বিবাহিতা মেয়েদের মতো তাঁকে নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হবে না। সব মিলিয়ে নিজেই নিজেকে বিয়ে করে মজায় আছেন ক্ষমা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code