বিয়ের জন্য তাড়াহুড়ো করো না। মা-কে বলো, এই সরকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছে

mamata banerjee




'বিয়ের জন্য তাড়াহুড়ো নয়, চাকরি আছে...!'' বর্ধমানের জনসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বিয়ের জন্য তাড়াহুড়ো নয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি করুক মেয়েরা। সোমবার পূর্ব বর্ধমানের গোদার বালির মাঠ থেকে জেলা তথা সারা রাজ্যের মেয়েদের এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)




সোমবার বর্ধমানে মুখ্যমন্ত্রীর (mamata banerjee) এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরেই ছিল টানটান উত্তেজনা। গোদা বালির মাঠে দুপুর প্রায় ২ টো ২০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী আসেন সড়ক পথে। যদিও মুখ্যমন্ত্রীর জন্য এদিন বালির মাঠে হেলিপ্যাড তৈরী করা হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী (mamata banerjee) বলেন, তিনি সচেতনভাবেই হেলিকপ্টারে না এসে গাড়িতে এসেছেন।






এদিনের সভায় মুখ্যমন্ত্রী (mamata banerjee) মেয়েদের স্বনির্ভর হওয়ার বার্তা দিয়ে বলেন, "বিয়ের জন্য তাড়াহুড়ো করো না। মা-কে বলো, এই সরকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। কর্মসংস্থান মেলার মধ্য দিয়ে ৩০ হাজার চাকরি রেডি আছে। আমার এখন লক্ষ্য আছে, চাকরি রেডি আছে।"