মাধ্যমিকে জয়জয়কার, পঞ্চম জেনিফার, অষ্টম, নবম- দশমেও বীরভূম
অভীক মিত্র -
শুক্রবার অর্থাৎ 3রা জুন প্রকাশিত হলো ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল । রাজ্যে পঞ্চম স্থান তথা বীরভূম জেলায় প্রথম স্থান অধিকার করলো লোহাপুর চারুবালা বালিকা বিদ্যালয়ের জেনিফার রানা । তার প্রাপ্ত নম্বর ৬৮৯ । বাবা আবু জাহের রানা বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ।
অষ্টম স্থান অধিকার করেছে সিউড়ী চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের মৃত্যুঞ্জয় মন্ডল, নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের মধুরিমা দে, বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ের সৌমাল্য নিয়োগী এবং বাউটিয়া রাধামোহন উচ্চ বিদ্যালয়ের ঊমি মন্ডল । তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৬ ।
নবম স্থান অধিকার করেছে বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ের অনীক বাগদী । তার প্রাপ্ত নম্বর ৬৮৫ । দশম স্থান অধিকার করেছে শান্তিনিকেতন নবনালন্দা উচ্চ বিদ্যালয়ের সনন্দা রায় এবং বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ের সঞ্চয়ন ব্যানাজী । চাতরা গনেশলাল উচ্চ বিদ্যালয়ের সৌম্য মন্ডল । তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৪ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊