Madhyamik Results 2022: ফল বেরোতেই দেখা গেল জয়জয়কার কোচবিহার জেলার প্রান্তিক শহর দিনহাটার



Dinhata Gopal Nagar M.S.S. High School



শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আর ফল বেরোতেই দেখা গেল জয়জয়কার কোচবিহার জেলার প্রান্তিক শহর দিনহাটার। দিনহাটা গোপালনগর উচ্চ বিদ্যালয়ের (Dinhata Gopal Nagar M.S.S. High School) ৬ পরীক্ষার্থী ঠাই পেল মেধা তালিকায়। এখবর প্রকাশের সাথে সাথে দিনহাটাজুড়ে খুশির হাওয়া। প্রথম দশের মেধা তালিকায় রয়েছে ১১৪ জন পরীক্ষার্থীর নাম। তার মধ্যে শুধু কোচবিহারেই রয়েছে ১৩ জন। আর জেলায় ওই ১৩ জনের মধ্যে ৬ জনই দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুলের।



মাধ্যমিকে মেধা তালিকায় দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুলের শিক্ষার্থী-

পঞ্চম হয়েছে দেবদত্ত কুণ্ডু ও ধ্রুবজিৎ সাহা।

সপ্তম স্থান অধিকার করেছে অনন্যা দেব ও সৃজিতা মজুমদার।

মেধাতালিকায় অষ্টমে নাম রনি বর্মনের।

দশম হয়েছে সায়ন্তিকা বর্মন।


মেধা তালিকায় দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুলের শিক্ষার্থী

ধারাবাহিকতাই এই সাফল্যের মূল কারণ। স্কুলের এই ফলের পরেই উচ্ছ্বাসে ফেটে শিক্ষার্থী সহ স্কুলের শিক্ষকরা। দিনহাটা শহর জুড়ে হয় শোভাযাত্রা।

স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আক্কাস আলি বলেন, 'এই ধরনের ফলাফল আমাদের অনুপ্রেরণা দেয়। এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই স্কুল তাদের অনুপ্রেরণা জোগাবে।'



মাধ্যমিক মেধা তালিকায় কোচবিহার জেলার ১৩জন

পঞ্চম (৬৮৯)
১. দেবদত্ত কুন্ডু - দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল 
২. শুভজিত সাহা - দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল 
৩. আরমান ইস্তেহার আলি - মাথাভাঙ্গা হাইস্কুল
৪. আর্জিনি সাহা - মাথাভাঙ্গা গার্লস হাইস্কুল

সপ্তম (৬৮৭)
১. অনন্য দে - দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল 
২. সৃজিতা মজুমদার - দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল 

অষ্টম (৬৮৬)
১. রনি বর্মন - দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল 

দশম (৬৮৪)
১. বিতান চক্রবর্তী - কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ
২. রুপম বর্মন - তুফানগঞ্জ এনএনএম হাইস্কুল
৩. অমৃতা পাল - তুফানগঞ্জ এনএনএম হাইস্কুল
৪. সায়ন্তিকা বর্মন - দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল 
৫. রিফা তামান্না - মাথাভাঙ্গা গার্লস হাইস্কুল
৬. জাফিসা হোসেন - মাথাভাঙ্গা গার্লস হাইস্কুল