Madhyamik Result 2022: রাজ্যের মধ্যে পঞ্চম হয়ে বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের সুনাম অর্জন করলো বর্ধমানের সামিয়া ইয়াসমিন।তার প্রাপ্ত নাম্বার 689।
রাজ্যের মধ্যে পঞ্চম হয়ে বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের সুনাম অর্জন করলো বর্ধমানের সামিয়া ইয়াসমিন।তার প্রাপ্ত নম্বর 689।সে বাংলা এবং পদার্থবিদ্যায় পেয়েছে ৯৯। ইংরাজী এবং ভূগোলে পেয়েছে ৯৮। অংক এবং পদার্থবিদ্যায় পেয়েছে ১০০ এবং ইতিহাসে পেয়েছে ৯৫। ভবিষ্যতে সে ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলেও সে চায় নতুন নতুন জীবাণু নিয়ে গবেষণা করতে।
সারা দিন রাতে 15,16 ঘন্টা পড়াশুনা করতো সামিয়া ।অঙ্ক এবং ফিজিক্যাল সাইন্স সহ প্রতিটি সাবজেক্টের জন্য একজন করে গৃহ শিক্ষক ছিলো।পড়াশুনার পাশাপাশি ছবি আঁকা,গল্পর বই পড়ার পাশাপাশি টিভিতে ওয়াইড লাইভ ডকুমেন্টারি দেখতে পছন্দ করে সামিয়া।
বাবা মহম্মদ গোলাম মারুফ একজন ব্যবসায়ী। মা আয়েষা সুলতানা গৃহবধু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊